রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
নীলফামারী ডিমলায় অবৈধ বালু উত্তোলনে জরিমানা
মো জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নাউতারা আকাশ কুড়ি নদীর বালু, অবৈধ ভাবে বহন করায়, ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন। নদী খননের বালু রাতের আঁধারে, কখনো ভোরে, কখনো দিন দুপুরে কোন প্রকার ইজারা ছাড়াই লুটে নিয়ে যাচ্ছে বালু দস্যুরা। জাতীয় সম্পদ রক্ষায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ৬৪ জেলার নদী, খাল খননে, নদীর নব্যতা ফিরানোর লক্ষে ডেল্টা প্লান বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারা বিশেষ এ সকল নদী খনন করা হয়।জানা যায়, নদীর দুই ধারে রাখা বালু অবৈধ ভাবে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মতির বাজার এলাকার শফিউদ্দিনের ছেলে সফিয়ার রহমান দীর্ঘ ধরে ক্রয় বিক্রয় করে। ২৭ অক্টোবর (বুধবার) দুপুরে বিষয়টি ভূমি কমিশনার নজরে আশায়, বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর( ক) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.