নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনায় কমলাকান্দায় গুমাই নদীতে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ট্রলারডুবির ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
ট্রলারডুবির পর নিখোঁজ যাত্রীদের মধ্যে এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]