পুসকাস অ্যারেনায় কমলা উৎসব হয়নি। সব আলো কেড়ে নিয়েছে চেকরা। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেক রিপাবলিক।
রোববার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া এই খেলায় চেক রিপাবলিক ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক মুখোমুখি হবে ডেনমার্কের। প্রথমার্ধে গোল শূন্য ড্র-তে খেলার ইতি ঘটে। দ্বিতীয়ার্ধ আসতেই খেলার অন্য রং নেয়। চেকরা চেপে ধরে ডাচদের। লাল কার্ড দেখে ডি লিট মাঠের বাইরে গেলে ১০ জনের দলে পরিণত হয় ডাচরা। ম্যাচের ৫৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
ডি লিট মাঠের বাইরে যাওয়ার ১৩ মিনিট না যেতেই গোল খেয়ে বসে নেদারল্যান্ডস। ফ্রি কিক থেকে দারুণ হেডে বল জালে জড়িয়ে চেকদের এগিয়ে দেন হোলস।
এর মিনিট ১২ পর আবারো গোল পেয়ে যায় চেকরা। মাঝ মাঠে হোলস বল দখলে নিয়ে বাড়ান উইনালডামের কাছে। উইনালডাম ডি বক্স পর্যন্ত নিয়ে এসে ঠেলে দেন দৌড়ে আসতে থাকা শ্রিকের দিকে। দারুণ দক্ষতায় গোল দিতে ভুল করেননি শ্রিক।
সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছে চেক রিপাবলিক। তার মধ্যে ২০০৮ সালের ইউরোর ম্যাচও রয়েছে। সেবার ৩-২ গোলে জিতেছিল চেকরা। এবার জয় ২-০ গোলে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]