বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কর ও রোহনপ্রীত এখন হবু দম্পতি। গত মঙ্গলবারই বাগদান সম্পন্ন হয়েছে নেহা কাক্কর ও রোহনপ্রীত সিংয়ের। সম্প্রতি রোকা শেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানেই রোহনপ্রীতের প্রেমে মজতে দেখা গেলো নেহা কাক্করকে।
তাদের গায়ে হলুদের ছবি নেহা কাক্কর নিজেই পোস্ট করেছেন । যদিও তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গায়িকার গায়ে হলুদের অনুষ্ঠান ও অনুষ্ঠানস্থলের বেশকিছু ছবি।
নেহার পোস্ট করা সেইসব রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ছবিতে হবু স্বামী রোহনপ্রীতের প্রেমে মগ্ন থাকতে দেখা যাচ্ছে গায়িকাকে।
অনুষ্ঠানে দুজনকেই বেশ খুশি দেখায়। নেহা-রোহন একই রঙের শাড়ি ও পাঞ্জাবি পরেন। সুন্দর দেখায় দুজনকে। নতুন জীবনে শুরুতাদের, তাই সবাই দুজনকে অভিনন্দন ও শুভকামনা জানান।
এর আগে রোহনপ্রীতের সঙ্গে প্রেমকাহিনী কিভাবে জমে ওঠে- সে বিষয়ে একটি ভিডিও ফুটেজ বুধবার প্রকাশ করেন নেহা। ভিডিওর গান নেহা নিজেই লিখেছেন এবং কম্পোজও করেছেন। গানটির নাম রেখেছেন, ‘নেহু দ্য ভ্যা’, অর্থাৎ নেহার বিয়ে। ইউটিউবে গানটি শেয়ার করেছেন নেহা নিজেই।
গানটি শেয়ার করে নেহা লিখেছেন, ‘খুবই প্রতিভাবান নেহা কাক্কর, তুমি অসাধারণ। গান লিখে কম্পোজও নিজে করেছ, আর গান তো মহারাজের মতো গান।’
পাঞ্জাবি এই গানে নেহা কাক্করের স্বপ্নের রাজকুমারকে পাওয়া এবং বিয়ের আয়োজনের গল্প দেখানো হয়। ভিডিওতে পাত্র রোহনপ্রীত সিংকেও দেখা যায়। মাঝরাতে ছাদ বেয়ে নেহার সঙ্গে দেখা করতে আসেন রোহনপ্রীত। তারপর বাজারে নিজের মায়ের সঙ্গে নেহার আলাপ করানো, এমন নানা সিনেম্যাটিক দৃশ্য দেখানো হয় এতে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]