মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া, সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নোয়াখালীবাসীর যোগাযোগ ব্যবস্থায় অগ্রগতির লক্ষ্যে নোয়াখালী রুটে একটি নতুন ট্রেনের অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।গত মঙ্গলবার রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠীত হয়। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে নোয়াখালী-১ আসনের সাংসদ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও কমিটির সদস্য এইচ এম ইব্রাহিমের উথাপিত প্রস্তাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া নোয়াখালী রুটে নিয়মিত ভাবে চলমান উপকূল এক্সপ্রেসের সকল বগি পরির্বতনের মাধ্যমে নতুন বগি স্থাপনের সিদ্ধান্তও গৃহীত হয়। এসময় দ্্রুততম সময়ে উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে নির্দেশ প্রদান করা হয়।উল্লেখ্য নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসনে প্রায় ২০ লক্ষ লোকের বসতি হলেও এই বৃহৎ জনগোষ্ঠীর বিপরীতে নোয়াখালী রুটে ঢাকা-নোয়াখালীগামী ১টি উপকূল ও ১টি নোয়াখালী এক্সপ্রেস ট্্েরন চলমান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]