নোয়াখালীতে প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন (বিআইইএ) নোয়াখালী সূবর্ণচর উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে নোয়াখালীর সূবর্ণচরের প্রাণ কেন্দ্র সৈকত সরকারি কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকৌশলী মোঃ ইরফানুল হক ইরফানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী আইডিয়াল পলিটেকনিকের সম্মানিত অধ্যক্ষ জনাব সামছুদ্দোহা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিআইইএ সমন্বয় ও সদস্য, কেন্দ্রীয় নীতিনির্ধারক ইন্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেদ, সদস্য সচিব ইঞ্জিঃ দেলোয়ার হোসেন তুহিন, সদস্য ইন্জিঃ মোঃ নুর আলম সিদ্দিকীসহ প্রায় শতাধিক প্রকৌশলী উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সামছুদ্দোহা বলেন, সারা বিশ্বের প্রতিটি উন্নয়নের প্রতিটি অংশে ইঞ্জিনিয়ারদের অবদান অপরিসীম।তেমনে বাংলাদেশের উন্নয়নে ও ইন্জিনিয়ারদের অবদান কম না। ইন্জিনিয়ার হলো দেশ গড়ার হাতিয়ার, অথচ আমাদের দেশের ইন্জিনিয়ারগন নানা মুখী হয়রানি আর বেতন বৈষম্যের শিকার।তিনি এ বৈষম্যের কারণ হিসাবে আমাদের ইন্জিনিয়ারদের মধ্যে একতা সংঘবদ্ধতা না থাকার কারন কে দায়ী করেন। তিনি বলেন এসব বৈষম্য দূর করতে হলে আমাদের বিআইইএ এর ডাকে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইন্জিনিয়ার নুর আলম সিদ্দিকী, বাংলাদেশ ইন্ডাস্টিয়াল ইন্জিনিয়ারিং এসোসিয়েশন (বিআইইএ) এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন,এটা একটা অরাজনৈতিক সংগঠন,বেকারত্ব দূরীকরণ ও ইন্জিনিয়ারদের বাস্তবমুখী দক্ষতা সৃষ্টির লক্ষ্যে এ সংগঠন কাজ করে যাচ্ছে। তিনি বেকারত্ব ও বৈষম্য দূরীকরণে সূবর্ণচরের সকল পেশাজীবি ইন্জিনিয়ার ভাইদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন।অনুষ্ঠানে সাংবাদিক অতিথিসহ আরও অনেকে বক্তব্য প্রধান করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]