মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলার সহকারী পরিচালক মোঃ কাওসার মিয়ার নেতৃত্বে গতকাল মঙ্গলবার ৫ই জানুয়ারি বিকালে চাটখিল উপজেলার (চাটখিল বাজারে) পৌর শহরে এক অভিযান চালানো হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি এবং পরিবেশনের দায়ে মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর ২০ হাজার টাকা ও আল-আমিন বেকারি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন পুলিশ প্রশাসন। এদিকে অভিযানের খবর পেয়ে বাজারের অনেক ব্যবসায়ীগণ দোকানপাট বন্ধ করে সরে পড়েন।ভোক্তা অধিকার কর্মকর্তা মোঃ কাওসার মিয়া জানান, এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]