নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃর্শত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠীত হয়েছে।
আজ রবিবার ২৭সেপ্টেম্বর বেলা ১২ টায় নোয়াখালী প্রেসক্লাবের সম্মুখে সোনাইমুড়ী উপজেলা ও নোয়াখালী জেলা কর্মরত টিভি প্রিন্ট অনলাইন সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূইয়ার সঞ্জালনায় বক্তব্য রাখনে নোয়াখালী জলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতয়িার শিকদার, বাসাস মহাসচিব মনরিুজ্জামান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছর মঞ্জু, বাংলাদশে প্রতিদিনের নোয়াখালী প্রতনিধি আকবর হোসনে সোহাগ, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশদে আলম।
মানববন্দনে আরো উপস্থিত ছিলেন এসএ টিভির নোয়াখালী প্রতনিধি আবদুর রহিম, সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, চ্যানলে ২৪ এর জেলা প্রতিনিধি সুমন ভৌমিক, একুশে টিভির নোয়াখালীর প্রতিনিধি আরেফিন শাকিল, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটন, যুগ যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান, পৃথিবী প্রতিদিন পত্রিকার র্বাতা সম্পাদক মোহাম্মদ সেলিম হোসাইন, এশিয়া টিভির নোয়াখালী উত্তরের প্রতিনিধি সাংবাদিক সেলিম প্রমুখ।
সকলেই সাংবাদিক সেলিমে নিঃর্শত মুক্তি ও মিথ্যা মামলা থেকে অব্যহতি দেওয়ার আহবান করে।
উল্লেখ্যঃ সোনাইমুড়ীতে অবৈধ ভাবে বালু উত্তোলনরে সংবাদ সংবাদ প্রচার করা হলে উপজেলা নির্বাহী অফিসার বালু উত্তোলন বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বালুখেকো স্থানীয় চৌকিদার সোলেমানের ছেলে সোনাইমুড়ী প্রেসক্লাবের সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সেলিমের বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর চাঁদাবাজরি মামলা দায়রে করে, মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে কোনো যাচাই বাচাই ছাড়াই গভীর রাতে সাংবাদিক সেলিমকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সোনাইমুড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
———————————————–
চাটখিল সোনাইমুড়ী নোয়াখালী
01819686233
27/09/2020