মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ নোয়াখালী সোনাইমুড়ীতে ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম সাবরিনা আক্তার মিতু (২২)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের ১৩ তম ব্যাচে ৩য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।নিহতের খালাতো ভাই নিয়াজ আল মাহমুদের সূত্রে জানা যায়,সাবরিনা আক্তার আজ বেলা ১২.০০ টায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে উপজেলার রামপুর গ্রামে নানার বাড়ী থেকে বের হন। ১২.৩০ মিনিটে রামপুরস্থ নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপ দিয়ে চলে যায়। মূহুর্তেই তার দেহটি বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের মূর্তজা ভূঁইয়ার তিন মেয়ের মধ্যে বড়।এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি গণমাধ্যমকে বলেন,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়, আমরা চালককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]