রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
নোয়াখালী সুবর্ণচরে সরকারি পুকুর রক্ষায় উচ্ছেদ অভিযান
রিয়াজ উদ্দিন রুবেল সুবর্ণচর উপজেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নোয়াখালী সুবর্ণচরে একটি বাজারে সরকারি পুকুরের পাড় অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান। এ সময় বেশ কয়েকটি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।রবিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের মধ্য ব্যাগ্যা গ্রামের পাংকার বাজার সংলগ্ন সরকারি পুকুর পাড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এ বিষয়ে পাংকার বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নুর নবী দুলাল জানান, এলাকার কিছু অসাধু লোক দীর্ঘদিন যাবৎ ধীরে ধীরে বাজারের পাশে থাকা সরকারি পুকুর পাড় অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে। বাজার কমিটি বাঁধা দিলেও তারা দখল করে ঘর নির্মাণ করে। এছাড়াও তারা পুকুরের পানিতে অপচনশীল বর্জ্য পেলে পুকুরের পানি দূষিত করছে প্রতিদিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এলাকার কিছু অসাধু লোক সরকারি পুকুরটির সবগুলো পাড় দখল করে এবং একপাশে দোকানঘর তুলে ফেলে। এ অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদপরবর্তী পাড়গুলোতে বনায়ন করা হবে। এছাড়াও পুকুর ইজারাদারকে পুকুরের বর্জ্য পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.