আলীআজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ভারতের বিশাখা পত্তন ম-অনুষ্টিতব্য আন্তর্জাতিক নৌমহড়া ঊঢ গওখঅঘ-২০২২ এ অংশ নিতে ভারতসফরে গেলো বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা‘ ওমরফারুকথ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) দুপুর ১ টায় মোংলা নৌ জেটি থেকে নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিক ভাবেবিদায় জানান। প্রধানঅতিথির বক্তব্য রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেনবলেন, অংশগ্রহণকারী দেশসমূহেরমধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রে পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার, অবৈধমৎস আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড-রোধকরা এ মহড়ারমূল লক্ষ্য।এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগতমান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগীতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবেবলে তিনি আশাকরেন। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকি উলহাসান ভূঁঞার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌসদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন। এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬ টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করছে। এছাড়াও অন্যন্যদেরমধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সফর শেষে জাহাজটির আগামী ০৬ মার্চ দেশে ফিরে আসারকথা রয়েছে।