মিশকাতুজ্জান,নড়াইল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন কাল। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে। তবে ইউনিয়নবাসী নৌকা প্রতিকেই ভরসা রাখছেন নাকি স্বতন্ত্র প্রার্থীর উপর আস্থা রেখে এলাকার উন্নয়নের দায়িত্ব তাদের উপর দিচ্ছেন তা দেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও কয়েক ঘন্টা।এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানাগেছে।নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য পদে ৪১১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১১৬ কেন্দ্রে ১ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রেয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৯০৯ জন ও মহিলা ৮৫ হাজার ৭৮৮ জন।নোয়াগ্রাম ইউনিয়ন: নোয়াগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুন্সি জোসেফ হোসেন (নৌকা) প্রতিক নিয়ে লড়ছেন। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম কালু (আনারস) ও খায়রুল হক লাবু নির্বাচন থেকে সরে দাড়ানোর কারনে নৌকার জয় নিশ্চিত এখন শুধু আনুষ্ঠানিকতা বাকী মাত্র। এখানে ভোটে লড়ছেন, মো. আরমান মিয়া (মোটরসাইকেল), মো. ওসি সরদার (চশমা) প্রতীকে।জয়পুর ইউনিয়ন:জয়পুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম সুমন (নৌকা প্রতিকে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী মো. আখতার হোসেন (আনারস) প্রতিক নির্বাচন থেকে সরে দাড়ানোয় নৌকার জয় নিশ্চিত এখন শুধু আনুষ্ঠানিকতা বাকী মাত্র।এছাড়া ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মো. লিয়াকত হোসেন (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. জুয়েল ফকির (হাতপাখা) প্রতীকে।ইতনা ইউনিয়ন:ইতনা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শেখ সিহানুক রহমান (নৌকা), স্বতন্ত প্রার্থী মাহফুজা হক (চশমা) ও তানভীর রহমার (আনারস) প্রতিকের মধ্যে ত্রিমুখি ভোট হবে বলে জানাগেছে। এছাড়া ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাজী মামুন (ঘোড়া), শেখ মনিরুজ্জামান (মোটরসাইকেল), সূর্য মোল্যা (টেলিফোন), ইসলামী আন্দোলন বাংলাদেশ আকিনুর রহমান (হাতপাখা)প্রতীকে।নলদী ইউনিয়ন:নলদী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ পাখি (আনারস), আসাদুজ্জামান মোল্যা স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) মধ্যে ত্রিমুখি নির্বাচন হবে। সে ক্ষেত্রে নৌকা এবং আনার প্রতিকের ভোটের টানটানির মধ্যে ঘোড়া এগিয়ে যেতে পারে বলে স্থানীয়রা জানায়। এখানে ভোটে আরও লড়ছেন মো. অলিয়ার রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), দিদারুল ইসলাম (সিংহ) প্রতীকে।লাহুড়িয়া ইউনিয়ন:লাহুড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস এম আনিছুর রহমান (নৌকা), মো. দাউদ হোসেন স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীক, এস এম কামরুল (কামরান) স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতিকে নির্বাচন করছেন। তবে এখানে ভোট হবে দ্বিমুখি দাউদ হোসেন স্বতন্ত্র প্রার্থী (আনারস) ও এস এম কামরুল (কামরান) স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতিকের মধ্যে বলে জানাগেছে।শালনগর ইউনিয়ন:শালনগর ইউনিয়নে মো.লাবু মিয়া পেয়েছেন (নৌকা), মোস্তাফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম (মোটরসাইকেল) মধ্যে এখানে ভোট হবে ত্রিমুখি। এছাড়া ভোটে লড়ছেন ফারুক হোসেন স্বতন্ত্র প্রার্থী (আনারস), আলী আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ(হাতপাখা)প্রতীকে।লক্ষীপাশা ইউনিয়ন:লক্ষীপাশা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কাজী বনি আমিন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ (আনারস), ফজলুল হক (ঘোড়া),প্রতিকের মধ্যে ত্রিমুখি ভোট হবে বলে জানাগেছে। এছাড়া ভোটে লড়ছেন সাইফুজ্জামান জাতীয় পার্টি (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. হাফিজুর রহমান (হাতপাখা) প্রতীকে।লোহাগড়া ইউনিয়ন: লোহাগড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোছা. নাসমিন বেগম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম (আনারস) প্রতিকের মধ্যে দ্বিমুখি ভোট হবে। তবে চেয়ারম্যান যেই হোক অল্প ভোটের ব্যবধানে জয়ী হবে বলে ভোটারদের ধারনা। এছাড়া ভোটে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. মিঠুন গাজী (হাতপাখা)প্রতীকে।দিঘলিয়া ইউনিয়ন:দিঘলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নীনা ইয়াসমিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ বোরহান উদ্দিন (আনারস) ও মো. কামরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিকের মধ্যে ত্রিমুখি ভোট হবে বলে জানাগেছে। এছাড়া ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মো. তরিকুল ইসলাম (চশসা), সৈয়দ জাহিদুল ইসলাম (অটোরিক্স), সৈয়দ মিরাজুল ইসলাম (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশ আরিফুল ইসলাম (হাতপাখা) প্রতীকে।মল্লিকপুর ইউনিয়ন:মল্লিকপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুন্সি শরিফুল ইসলাম (নৌকা) স্বতন্ত্র গোলাম মোস্তফা কামাল (টেলিফোন) ও মো. সহিদুর রহমান শহিদ (মোটরসাইকেল) প্রতিকের মধ্য ত্রিমুখি ভোট হবে বলে স্থানীয়রা জানায়। এছাড়া ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আকবর হোসেন (চশমা), এস এম ফরিদুজ্জামান (আনারস), সৈয়দ নুরুল আলম (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীফ আল হেলাল (হাতপাখা)প্রতীকে।কোটাকোল ইউনিয়ন:কোটাকোল ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাচান আল মাসুদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. সেলিমুজ্জামান (আনারস) প্রতিকের মধ্যে দ্বিমুখি ভোট হবে। এছাড়া ভোটে লড়ছেন স্বতন্ত্র বি এম সাহিদুল হাচান (মোটরসাইকেল), মুহম্মদ সাদেকুর রহমান জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকে।কাশিপুর ইউনিয়ন:কাশিপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান (নৌকা), মো. আজিজুর রহমান আরজু স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতিকের মধ্যে দ্বিমুখি ভোট হবে। এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. মাসুদুর রহমান(হাতপাখা) প্রতীকে ভোটে লড়ছেন।উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে গত ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের ৮ জন এবং স্বতন্ত্র চেয়ারম্যান হিসাবে ৫ জন নির্বাচিত হন।কালিয়া উপজেলার ১২টি ইউনিয়নে গত ২৮ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের ২ জন এবং স্বতন্ত্র চেয়ারম্যান হিসাবে ১০ জন নির্বাচিত হন।এখন দেখার বিষয় লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নের ভোটের ফলাফল কি হয় ? ভোটাররা নৌকা প্রতিকেই ভরসা করছেন নাকি অভ্যন্তরীন কোন্দলের কারনে স্বতন্ত্র প্রার্থীকে বেছেনেবেন ? ফলাফল জানতে অপেক্ষায় থাকতে হবে আর মাত্র কয়েক ঘন্টা।জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম বলেন, লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনা মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের জয়ের লক্ষে জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা যথাসাধ্য কাজ করছেন। ভোটাররা নিজ নিজ এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়ী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।