মিশকাতুজ্জান,নড়াইল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জণগন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, র্যালি, কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, সেমিনার/আলোচনাসভা ও পুরস্কার বিতরন।জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অন্যান্য কর্মসূচি পালিত হয়।এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধূরী, পৌর মেয়র অঅঞ্জুমান আরা, পৌরসভার সচিব ওহাবুল আলম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]