নড়াইল প্রতিনিধি-
নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে হত্যার ঘটনায় দীপু বিশ্বাস (২২) ও রাজু দত্ত (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। দীপু বিশ্বাস সদর উপজেলার তুলরামপুর ইউনিয়নের বেনাহাটী গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে এবং রাজু দত্ত একই গ্রামের নরোত্তম দত্তের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজন খুন করার কথা স্বীকার করছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক খুনে ব্যবহার করা একটি ছুরি, অরুণ রায়ের মাথার ক্যাপ ও ঘরের চাবির একটি ছড়া অরুণ রায়ের বাড়ির পূর্বপাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
গত ২৩ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বেনাহাটী গ্রামের অরুণ রায়ের বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী নিভা রানী পাঠক ২৪ অক্টোবর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (অপারেশন) শিমুল কুমার দাস খুনী ও খুনের আলামত উদ্ধারের কথা জানিয়ে বলেন,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহন চলছে। আগামীকাল রোববার সকালে প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো
হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]