শেখ নয়ন,নড়াইল জেলা প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় মোল্লা সুইটস্ এ অতিরিক্ত মূল্যে মিষ্টি বিক্রির অভিযোগের সত্যতা জানতে চাওয়ায় এবং ভিডিও ধারণ করায় হামলার শিকার হয়েছেন দৈনিক গনতদন্ত পত্রিকার সাংবাদিক মোঃ আজিজুর বিশ্বাস। ২১ এপ্রিল (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০ টার দিকে এঘটনা ঘটে। এ বিষয়ে ২২ এপ্রিল ওই সাংবাদিক লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সাংবাদিক সমাজ এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ প্রশাসনের কাছে বিচারের জোর দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাধারণ ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বাজার যাচাই করে দেখা যায় পাশের অন্যান্য মিষ্টি দোকান অপেক্ষা মোল্যা সুইটস্ কেজিতে ৩০/৪০ টাকা বেশী দাম নিচ্ছে। বেশী নেওয়ার কারন জানতে চাইলে ওই দোকানের প্রোপাইটর মনিরুজ্জামান সহ তার সাথে থাকা আরো ২/৩ জন ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে ভিডিও করতে বাঁধা প্রদানসহ হামলা করে আহত করে মোবাইল ফোন ও সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।
অতঃপর পুলিশ ও স্থানীয় জনতা ওই ব্যবসায়ীর কাছ থেকে সাংবাদিকের মোবাইল উদ্ধার করলেও ১২ আনা ওজনের ১ টি সোনার চেইন ফেরত পাওয়া যায়নি বলে জানা যায়।এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।