মিশকাতুজ্জান, নড়াইল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জনের সভাকক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার ইবরাহিম আল মামুন, সিভিল সার্জন আফিসের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত হালদার,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী,জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা প্রমুখ।আগামী ১১ ডিসেম্বর তারিখ থেতে ১৪ ডিসেম্বর পর্যন্ত নড়াইল জেলায় মোট ৯৭ হাজার ৫ শত ৮৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওনো হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৮ হাজার ৭শত৩৬ জন,লোহাগড়া উপজেলায় ৩১ হাজার ২শত জন,কালিয়া উপজেলায় ২৫ হাজার ১শত ৪৯ জন,নড়াইল পৌরসভা ,কালিয়া পৌরসভা ও লোহাগড়া পৌরসভায় মোট ১২ হাজার ৫শতজন শিশুকে এ প্লাস খাওয়ানো হবে। ১১ ডিসেম্বর নড়াইল সদর হাসপাতালে এ প্লাস ক্যাম্পেইনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ কর্মসুচি ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]