মিশকাতুজ্জান,নড়াইল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন -২০২১ পালন উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃ রফিকুল ইসলাম , জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমাউন কবির প্রমূখ। এসময় সরকারি কর্মকর্তা, ডাক্তার ,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।সভায় জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন চলবে। এ বছর জেলায় ৯৭ হাজার ৫ শত ৮৫ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]