মিশকাতুজ্জান,নড়াইল প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নড়াইল জেলা দায়রা জজ আদালত। বুধবার (২৪ নভেম্বর) সকালে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান। নড়াইলের লোহাগড়ায় ইসমাইল ওরফে ঠান্ডু সরদারকে হত্যার দায়ে আসামী সৈয়দ পলাশ ওরফে পলাশ মিনা (৩৫) কে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয় এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি পলাশ মিনা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় ভূক্তভোগী ঠান্ডু সরদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আসামি পলাশ মিনা। রাতে ঠান্ডু সরদার বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরেরদিন দুপুরে ইতনা বালিকা বিদ্যালয়ের পাশের ক্ষেত থেকে ঠান্ডুর লাশ উদ্ধার করে পুলিশ। আসামি পলাশ মিনা ভূক্তভোগী ঠান্ডু সরদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ঠান্ডুর মা গোলাপী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার পলাশ মিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]