মিশকাতুজ্জামান,নড়াইল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নড়াইলে ২১ টি কেন্দ্রে এস এসসি ও সমমানের প্রথম দিনেরপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। জানাগেছে, প্রায় ২০ মাস পরে শুরু হয়েছে এস এসসি ও সমমান পরীক্ষা। এ বছর এসএসসি, দাখিল ও কারীগরি মিলিয়ে নড়াইল জেলায় মোট ১০ হাজার ৭’শ ৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এর মধ্যে ১৪টি এসএসসি কেন্দ্রে ৮হাজার ৬’শ ৯৯ জন,দাখিল ৩টি কেন্দ্রে ১হাজার ১’শ ৯৬ জন এবং কারিগরী ৪টি কেন্দ্রে ৮’শ৭৭ জন। মোট ২১ টি কেন্দ্রে ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এম এম ছাইয়েদুর রহমান জানান, করোনার স্বাস্থ্যবিধি মেনে জেড পদ্ধতিতে ছাত্রদের আসন বিন্যাস করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]