আমিনুর রহমান,অভয়নগর উপজেলা প্রতিনিধি: নড়াইলের সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে নড়াইল সড়ক বিভাগাধীন শিকিরহাট ফেরিঘাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।খুলনার ফুলতলা উপজেলার শিকিরহাট ও যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রাম সংলগ্ন ভৈরব নদের শিকিরহাট নামক খেয়াঘাটে শিকিরহাট ফেরিঘাট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।১৬ আগষ্ট বেলা ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা -২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো: সালাউদ্দিন জুয়েল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা -৫ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী বাবু নারায়ন চন্দ্র চন্দ।আরো উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেনসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাগণ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগন বলেন, বর্তমান সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থার অভুতপুর্ব উন্নয়ন সাধন করেছেন।পদ্মার উপর ব্রীজ করে দক্ষিণ বঙ্গের সাথে রাজধানী ঢাকার সাথে সরাসরি যোগাযোগ সৃষ্টি করেছেন। যার ফলে খুলনা থেকে ঢাকায় যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগবে।উদ্বোধনী বক্তব্যে বক্তারা আরো বলেন অচিরেই ফেরি ঘাটের দুই পাশে দুটি পিলার দিয়ে সেতু নির্মাণ করা হবে যাতে করে নদীর নাব্যতা না হারায়। তাছাড়া তিনি আরো প্রতিশ্রুতি দেন শিল্প ও বাণিজ্য নগরী নোয়াপাড়ার যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের। তিনি এ বিষয়ে বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে। তিনি ফেরি উদ্বোধন সম্পর্কে বলেন এটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই অঞ্চলের মানুষের। সেই স্বপ্ন আজ পূরণ হচ্ছে। খুলনা বাসীর জন্য ঢাকা যাতায়াতের জন্য খুলনা থেকে ঢাকা যেতে এদিক দিয়ে গেলে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা কম হবে। আরো স্মরণ করেন খুলনা থেকে দলীয় নেতৃবৃন্দ অনেক সময় ঢাকায় সকালে গিয়ে কাজ সেরে বিকালেই ফিরে আসেন এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে পদ্মা সেতু নির্মাণের কারণে।