টাঙ্গাইলের মধুপুরের গাছাবাড়ী গ্রামের হাকিম মিয়া, বেশ কিছুদিন আগে দুর্ঘটনায় একটি পা হাড়ান। একটি পা হারিয়ে মা, বাবা, স্ত্রী ২ সন্তান নিয়ে বিপাকে পড়েন হাকিম। পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে অনেক ভ্যান মালিকের কাছে চেস্টা করেন একটি ভ্যান তাকে ভাড়া স্বরুপ দিতে, অনেক খোজার পর একজন ভ্যান রিক্সা মালিক তাকে দৈনিক ভাড়ায় অটো ভ্যান দেন, প্রতিদিন ১২০ টাকা করে দিতে হয়।
একটি পা না থাকায় মানুষ তার ভ্যানে উঠতে চায়না সারাদিনে ২০০/২৫০ টাকা রোজগার করলেও সিংহভাগ টাকা চলে যেত ভ্যান ভাড়ার পেছনে, টুকি টাকি কাজ তো আছেই, কোন কোন দিন ইনকাম না হলেও ভাড়ার টাকা দিতে হতো, প্রায় দিন কষ্টে থাকে হাকিম মিয়ার পরিবার।
ফেসবুক ভিত্তিক সমাজসেবী সংগঠন স্বপ্ন বুনন গ্রুপের এডমিন প্যানেলের নজরে এলে নিজেদের উদ্যেগে পরিকল্পনা হয় একটি নতুন ভ্যান রিক্সা হাকিম মিয়াকে উপহার দেওয়ার। স্বপ্ন বুননের এই মহৎ কাজে শরিক হয় স্বপ্ন বুননের কয়েকজন মেম্বার।
ঈদের আগের দিন হাকিম মিয়ার বাড়ির উঠোনে পরিবারের উপস্থিতেতে ভ্যান রিক্সাটি ঈদের উপহার স্বরুপ হস্তান্তর করা হয়।
উপস্থিত ছিলেন, অরনখোলা ইউপির অত্র ৮ নং ওয়ার্ডের সদস্যে বেলায়েত হোসেন ও স্বপ্ন বুননের এডমিন প্যানেল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]