পঞ্চগড়ে সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৫৪/২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্মতলপাড়া নামক স্থান থেকে ফেন্সিডিলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আবদুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বর্মতলপাড়া (পঞ্চগড় সদর উপজেলা) নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাকারবারীরা ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাদকদ্রব্য পাচারকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ৩৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়, যা বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার ২'শ টাকা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]