শাহাজাদা সুমন :পঞ্চগড় প্রতিনিধি ঃ।পঞ্চগড় সীমান্ত এলাকায় বেআইনি ভাবে পাথর বালু উত্তোলন করছে কতিপয় কিছু অসাধু মানুষ ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন থেকে এসব বেআইনি কাজ করেই চলেছে। সরেজমিনে দেখা গেছে পঞ্চগড় সাতমেরা ইউনিয়নের ভেলকু পাড়া থেকে শুরুকরে ময়নাগুড়ি পর্যন্ত, এসব অবৈধ পাথর বালি উত্তোলন করছে স্থানীয়রা। যা সম্পূর্ণ বেআইনি, এভাবে কতিপয় কিছু অসাধু বালু ব্যবসায়ীর নেতৃত্বে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় কিছু শ্রমিককে লেলিয়ে দিচ্ছে সীমান্ত পেরিয়ে পাথর বালু উত্তোলনের জন্য। এসব অসহায় শ্রমিক কিছু বাড়তি পয়সার লোভে জীবনের ঝুঁকি নিয়ে তারাও সীমান্ত পেরিয়ে মাটির নিচের সমতল ভূমি থেকে পাথর উত্তোলন করে চলেছে, যেকোনো সময় এসব শ্রমিকদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এলাকার প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রতিদিন দলবেঁধে ভারতের চা বাগান উপড়ে ফেলে সমতল ভূমি থেকে মারাত্মক ঝুঁকি নিয়ে পাথর বালি উত্তোলন করছে শ্রমিকরা। এ বিষয়ে পঞ্চগড় সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন শ্রমিকরা যা করছে পেটের দায় করছে তবে পুরোটাই বেআইনি। কিন্তু ভাববার বিষয় সীমান্তের বর্ডার গার্ড এরা কি করছে, এদের তো উচিত বাধা দেওয়া। অন্যদিকে ময়নাগুড়ি ক্যাম্প কমান্ডার এর সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন আমার ক্যাম্পে পর্যাপ্ত বর্ডার গার্ড নেই, এপাশে বর্ডার গার্ড কে পাঠালে অন্য পাশে কে যাবে তাই আমার ক্যাম্পে আরো বর্ডার গার্ড থাকলে আমি বিষয়টি ভালোভাবে দেখভাল করতে পারতাম তিনি এ কথা বলে তার দায়ভার শেষ করেন। এদিকে স্থানীয়রা বলছেন অন্য কথা, তারা বলছেন বর্ডার গার্ড এর সামনেই শ্রমিকরা সীমান্ত অতিক্রম করে পাথর বালি উত্তোলন করছে এছাড়াও ভেলকু পাড়া থেকে ময়নাগুড়ি পর্যন্ত পাকা সড়কের বেহাল দশা সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচল বিপদজনক রাস্তার পাশে বালু রেখে সারি বেঁধে দশ চাকা ট্রাকে বালু লোড আনলোড করায় ওই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাফেরা বিপদজনক হয়ে পড়েছে । এ বিষয়ে পঞ্চগড় বর্ডার গার্ড সদর দপ্তরের সিও সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি আমি দেখতেছি। কিন্তু যেই লাউ সেই কদু বালু পাথর উত্তোলন চলছেই।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]