নিজস্ব সংবাদদাতা পটিয়া, দৈনিক শিরোমণিঃ পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার আমপাড়া নিয়ে ঘটনায় এরশাদ হত্যা মামলার প্রধান আসামি মনোয়ার হোসেন (২৭) প্রকাশ আব্দুন নুরকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। সে একই এলাকার মৃত হোসেন সওদাগরের ছেলে। পটিয়া থানা পুলিশ সূত্রে জানায়, এ মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে সাতদিন পর ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম তার অবস্থান নির্ণয় করে গতকাল(২২ মে) শনিবার রাতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সন্জয় কুমার ঘোষ। উল্লেখ্য, এ মামলার আরেক আসামী হালিম ঘটনার দিন পুলিশ গ্রেফতার করে। উল্লেখ্য, চলতি মাসের ১৬ বিকেলে আমপাড়া নিয়ে বিরোদের জের ধরে প্রতি পক্ষের ছুরিকাঘাতে এরশাদ হাসপাতালে মারা যায়। এবয় তার বড় ভাই নাছির ও গুরতর আহত হয়। এ ঘটনায় নিহত এরশাদের বড়ভাই দিদারুল আলম বাদী হয়ে আটক মনোয়ার হোসেন প্রকাশ আব্দুন নুরকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এপর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]