মোরশেদ আলম, পটিয়া,দৈনিক শিরোমণিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা রোগ নির্ণয়ের মেশিনে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এখন থেকে নমুনা সংগ্রহের পর তা আর শহরে পাঠাতে হবে না। তবে এখানে পিসিআর ল্যাবে নয়, পরীক্ষা করা হবে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে।জানা যায়, চট্টগ্রাম জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর দাবির প্রেক্ষিতে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দাদের জন্য পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষা করতে এ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।এ ব্যাপারে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ পটিয়া হাসপাতালে করোনা টেস্ট করাতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, স্বাস্থ্য সচিব বিষয়টি আমাকে জানিছেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি।হুইপ বলেন, ‘করোনার নমুনা পরীক্ষা দ্রুত করা হলে করোনা ভাইরাস ছড়ানো অনেকাংশ কমে আসবে। তাই দক্ষিণ চট্টগ্রামবাসীর সুবিধার্থে আমি এ দাবি করেছিলাম। আজ আমি আনন্দিত ও গর্বিত।সোমবার(১০ই মে) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধু্রী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামসুজ্জমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরন চৌধুরী পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানভির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর চৌধুরী প্রমুখ।
০ views