মোরশেদ আলম, পটিয়া প্রতিনিধ,দৈনিক শিরোমণিঃ চট্টগ্রামের পটিয়ায় পুলিশ
অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছে। তবে এ ঘটনায়
কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১২ এপ্রিল) রাতে পটিয়া
উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সালেহ আহমদের ছেলে
জসিম উদ্দীন ওরফে মাইকেল জসিমের ঘর থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার
করেছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় খুন, ছিনতাই ও ইয়াবা ব্যবসাসহ
৮টি মামলা রয়েছে। উদ্ধারকৃত কার্তুজ গুলো নতুন। ধারনা করা হচ্ছে
এসব কার্তুজ সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য সম্প্রতি এনেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মাইকেল জসিম ছিনতাইসহ বিভিন্ন
অপরাধের সঙ্গে সম্পৃক্ত। জানা গেছে, পটিয়া থানা পুলিশ গত কয়েকদিন
ধরে হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে। এর
ধারাবাহিকতায় সোমবার রাতে জঙ্গলখাইনে হেফাজতের কয়েকজনকে
পুলিশ গ্রেফতার করতে যান। এক পর্যায়ে সন্ত্রাসী জসিমের বাড়িতে
অভিযান চালান। এসময় সন্ত্রাসী জসিমের ঘরের ছাঁদ থেকে পরিত্যক্ত
অবস্থায় ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। পুলিশ যাওয়ার খবর পেয়ে জসিম
ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানিয়েছেন, সন্ত্রাসী জসিম কে গ্রেফতার করতে কাজ করছে বিশেষ
টীম। তিনি বলেন, নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে পটিয়ায় নাশকতা ও
পটিয়া থানা ভাংচুর করার ঘটনায় হেফাজত কর্মীদের বিরুদ্ধে হওয়া
মামলার আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কার্তুজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলে
জানান। প্রসঙ্গত, গত ২৬ মার্চ হেফাজত বিক্ষোভের নামে পটিয়া
থানায় ভাংচুর করে। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ১৮
জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]