রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
পটিয়ায় বনবিভাগের অভিযানে পাহাড়ি গাছ আটক
নিজস্ব সংবাদদাতা,পটিয়াঃ পটিয়া বনবিভাগের অভিয়ান চালিয়ে ২০ ফুট বিভিন্ন মুল্যবান গাছ আটক করেছে।
২৫ এপ্রিল রবিবার রাত সাড়ে ৯ টায় পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড গুয়াদন্ডী দিঘীরপাড় এলাকায় জনৈক আবেদ এর বসতঘরের সামনে থেকে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে পাহাড়ি অবৈধ সেগুন ও গর্জন কাঠগুলো আটক করেছেন বলে জানান পটিয়া বনবিভাগ কর্মকর্তা মিজানুর রহমান।
সুএে জানাযায় দীর্ঘদিন যাবত একটি সিন্ডিকেট পাহাড়ি গাছ পাচারের সক্রিয় ছিল। রবিবার বনবিভাগ অভিয়ানের খবর পাচারকারী চক্র আগাম খবর পাওয়া আরোও অনেক গাছ পাশে পুকুরে পেলে দেয় বলে স্থানীয় লোকজন সুএে জানাযায়।
এ ব্যাপারে পটিয়া বনবিভাগ কর্মকর্তা মিজানুর রহমান জানান,গোপন সংবাদে জনৈক আবেদ এর বসতঘরের পাশে সেগুন ও গজন কাঠ গুলো আটক করা হয়েছে। এসংক্রান্ত তদন্ত চলছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তবে এলাকার লোকজন সুএে জানাযায়, গাছগুলো মোটা আমিন ও তার সহযোগী ঐ এলাকার একজন লোক জড়িত রয়েছে বলে জানান? তবে ব্যাপক তদন্ত করলে গাছ পাচারকারীর নাম (আ) বেরিয়ে আসবে বলে এলাকার লোকজনের দাবি। বনবিভাগের কর্মকর্তার সাথে সখ্যতা থাকায় আসল অবৈধ গাছ পাচারকারী নাম গোপন রাখার চেষ্টা করছে বলে গাছ আটকের সময় প্রর্ত্যক্ষদর্শী সুএে জানাযায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.