পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
চট্টগ্রামেরপটিয়ায়বিএনপি নেতা ও সাবেকউপজেলা চেয়ারম্যানইদ্রিছ মিয়ারবিরুদ্ধে মাদ্রাসারনির্মাণেরনামেজায়গা দখলেরঅভিযোগ উঠেছে। এঘটনায়শনিবার (৩ এপ্রিল) সংবাদ সম্মেলনকরেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনেলিখিত বক্তব্য সুত্রেজানাযায়, পটিয়াউপজেলারছনহরাইউনিয়নের দক্ষিণছনহরা২ নংওয়ার্ডেরসিকদারবাড়ীরমরহুমআবুলকাশেমেরপুত্র মোঃজসিমউদ্দীনের স্থায়ীবসতভিটা মৌরশীবি.এস. দাগ নং-৪৯৮৬, ৪৯৯৩, আর. এস.-২০৫৬, খরিদা সূত্রে বি.এস. দাগ নং-৪৯৮৫, আর.এস. দাগ-২০৫৬ দাগাদিরজায়গা সমূহে দীর্ঘদিনযাবৎ সে বসবাস ও ভোগদখলকরেআসছে। উপজেলাবি.এন.পিরপ্রভাবশালী নেতা ও সাবেকউপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ মিয়া জোরপূর্বক ৪৯৯৩ দাগেরজায়গা দখলকরে সেখানেলাগানো সব গাছ কেটে ফেলেএবং জোরপূর্বকমাদ্রাসানির্মাণকরে। সংবাদ সম্মেলনে মোঃজসিমউদ্দীনবলেন, আমারপরিবার ও আমারজীবনেরনিরাপত্তারজন্য তখনআমি কোনপ্রতিবাদ করতেসাহসপাইনি। সে সুবাধেআমারবসতবাড়ি, উঠান ও (বর্তমানেআমি দোকাননির্মানেরকাজকরছি) ৪৯৮৬ দাগে জোরপূর্বকভাবেআবারমাদ্রাসানির্মানেরকথাবলে সেইজায়গাও দখলকরতে চেষ্টাকরছে। গত শুক্রবারএলাকারপ্রভাবশালীকয়েকজনকেতাদের নিয়ন্ত্রণে নিয়েমসজিদের মাইকে ঘোষনাদিয়েবলে এ জায়গানাদিলেআমিএবংআমারপরিবারকেএলাকা থেকে তাড়িয়েদিবে।
এই বিষয়েসাবেকউপজেলা চেয়ারম্যান মো.ইদ্রিছ মিয়ারকাছেজানতেচাইলেতিনিক্ষিপ্তহয়েবলেন, এগুলোমাদ্রাসারজায়গা। কখনকারকাছ থেকে কীভাবেজায়গা গুলোকিনেছিবলতেপারবনা।