মোরশেদ আলম,পটিয়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকা থেকে র্যাব-৭ এর একটি টহল টিম যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়কালে সাজেদুল ইসলাম প্রকাশ সাজু (৩৭) কে আটক করে। মঙ্গলবার ভোরে চাঁদা উত্তোলনের সময় তাঁকে টাকাসহ আটক করা হয়। সে বি-বাড়িয়া জেলার বি-বাড়িয়া সদর থানার সুলতানপুর গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র। বর্তমানে সে পটিয়া পৌরসভার মধ্যম গোবিন্দারখীল ৯নং ওয়ার্ড এলাকায় বসবাস করে। এ বিষয়ে র্যাব-৭ এর ডিএডি আবুল কালাম আজাদ (নৌ) বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে প্রেরণ করে। মামলা সূত্রে জানাযায়, ধৃত সাজেদুল ইসলাম সাজু দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া সদরের বিভিন্ন এলাকা থেকে যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। এ ব্যাপারে র্যাব-৭ এর কাছে অভিযোগ ছিল। ২১ জুন রাতে কমলমুন্সির হাট সড়কের বামপাশে মো: ইসমাইলের দোকানের সামনে গাড়ি থেকে চাঁদা আদায় কালে তাঁকে টাকাসহ গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, এ সড়কে দীর্ঘদিন ধরে ধৃত সাজেদুল ইসলাম প্রকাশ সাজু, তার ভাই নুরুল আমিন প্রকাশ মোটা আমিন, নুরু, হাসান, মনিরসহ কয়েকজনের একটি সিন্ডিকেট প্রতিদিন রাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের নামে গাছ, বাশঁ, ইট, লবণ, গ্যাস, তরিতরকারি বোঝাই গাড়ি থেকে হাজার হাজার টাকা অবৈধ ভাবে চাঁদা আদায় করে আসছে। কিন্তু ট্রাফিক ও থানা পুলিশ অজানা কারনে নিরব ছিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]