মোরশেদ আলম, পটিয়াপ্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, এরা আমাদের সমাজেরই অংশ। এই স্লোগান কে সামনে রেখে বন্ধন প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংস্থা বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার উদ্যেগে প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।বুধবার (৫ই মে) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় সংঘঠনের ১০০ জন প্রতিবন্ধীদের ঘরে গিয়ে ঈদ উপহার সামগ্রী ও মাস্ক বিতরণ করেন সংগঠনের সভাপতি বাবু চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবি সহ সংগঠনের নেতৃবৃন্দরা। সংগঠনের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ বাবু চৌধুরী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুবি এর সঞ্চলনায় পটিয়া বাস ষ্টেশনে অন্ধ হাফেজ আরিফ কে ঈদ উপহার সামগ্রী হাতে তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব শহীদুল ইসলাম, মিমু, উর্মি, রুহুল আমিন, ডেইজি, শাহজাহান, আরিফ প্রমুখ। উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে সংগঠনের নেতৃবৃন্দরা মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য দোয়া ও মোনাজাত করা হয় ।বন্ধন প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংস্থা বাংলাদেশের সভাপতি বাবু চৌধুরী বলেন, যারা প্রতিবন্ধীদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন তাদের কে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সাহায্য সহযোগিতায় আমরা এই বছর ১০০ আসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করতে পেরেছি, আমরা আশা করি আগামীতে আমরা সবার সাহায্য সহযোগিতায় ৫০০ পরিবারের মধ্যে উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করব।সাধারণ সম্পাদক রুবি বলেন, বন্ধন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বাংলাদেশের কাজ এগিয়ে নিতে সমাজের সচেতন বিত্তশালীরা এগিয়ে আসলে প্রতিবন্ধীদের সমস্যা কিছুটা হলে-ও লাঘব হবে এবং প্রতিবন্ধকতা অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন প্রতিবন্ধীরা সমাজের বুঝা নয়, এরা সমাজের একটি অংশ। পবিত্র মাহে রমজান মাসে বন্ধন প্রতিবন্ধীরা সমাজের আর অন্য দশজনের মতন জীবন যাপন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি এ কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
৯ views