মোরশেদ আলম,পটিয়া,চট্টগ্রাম প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটের উত্তর সমুরা এলাকা থেকে ১৬ কেজি ওজনের কষ্ঠি পাথরসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব-৭)। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়েরে পর আদালতে প্রেরন করে পুলিশ। পরে আদালত তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪৪) সে উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে, মোহাম্মদ শাহ আলম (৩২) সে একই উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের আবু তাহেরের ছেলে। কষ্ঠি পাথরটির বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। মূল্যবান এ পাথরটি বল আকৃতির। তার আগে গত বুধবার বিকেলে র্যাব-৭ এর একটি দল উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের শীর্ষ ইয়াবা কারবারি জহির মল্লের ঘরে অভিযান চালায়। র্যাবের অভিযান টের পেয়ে কৌশলে পালিয়ে যায় জহির মল্ল। এর আগেও পুলিশ বেশ কয়েকবার জহির মল্লের ঘরে অভিযান চালালেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে জহির মল্লের বসতঘরের দক্ষিন পাশের নীচতলা থেকে এ দামি কষ্ঠি পাথরটি উদ্ধার করা হয়। এসময় জহির মল্লের ভাই গিয়াস উদ্দিনসহ দুইজনকে আটক করে র্যাব। জহির মল্লের প্রতি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী থাকার সত্বেও জহির মল্ল দিব্যি ইয়াবা পাচারসহ নানান ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ‘র্যাবের অভিযানে ১৬ কেজি ওজনের একটি কষ্ঠি পাথর উদ্ধার করা হয়। ৬০ লাখ টাকা দামের এ কষ্ঠিপাথরসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন। ওসি রেজাউল আরও জানান, জহির মল্ল একজন শীর্ষ ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাদক কারবার পরিচালনা করে আসছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]