রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
পটিয়ায় ১৭,২৫০ পিচ ইয়াবাসহ আটক ১
মোরশেদ আলম,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫২ লক্ষ টাকা মূল্যের ১৭ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও জব্দ করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। বুধবার (১০ মার্চ) রাত বারোটার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল পটিয়া বাইপাস সড়কের পাশে হাম কনভেশন সেন্টারের বিপরীতে রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেক পোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকের ড্রাইভার ট্রাকটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্য ধাওয়া করে আলমগীর (৪৬) একজনকে আটক করে। সে কক্সবাজার জেলার উখিয়া থানার খোন্দকার পাড়ার মৃত আলী হোসেনের ছেলে বলে জানা গেছে।
এসময় উপস্থিত সাধারন মানুষের সম্মুখে আটককৃত ব্যাক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে উক্ত ট্রাকের তেলের টাংকির ভিতরে সু-কৌশলে লুকানো অবস্থায় ১৭ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে উক্ত ট্রাকটি (ঢাকা-মেট্রো-ড-১৪১৯২৮) জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, সে দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, ১৭ হাজার ২৫০ পিচ ইয়াবা সহ আলমগীর (৪৬) নামের একজন মাদক কারবারিকে র্যাব আটক করে পটিয়া থানায় হস্তান্তর করেন। রাতে মাদক আইনে মামলা রজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.