মোরশেদ আলম,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চট্টগ্রামের পটিয়ায় ২৫টি যানবাহনকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। এসময় ৩টি লেগুনা, ৩টি সিএনজি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের কাগজী পাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে এ জরিমানা করেছে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন পটিয়া (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার তারেকুর রহমান, পটিয়া থানা ওসি রেজাউল করিম মজুমদার সহ একদল পুলিশ। পটিয়া পৌরসদরের ট্রাফিক পুলিশের ইনচার্জ জিল্লুর রহমান জানান, লকডাউনে সরকারী নির্দেশনা অমান্য করে প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ায় ও যানবাহন গুলোর লাইসেন্স এবং চালকের ড্রাইবিং লাইসেন্স ও হেলমেট না থাকা সহ বিভিন্ন কারণে ২৫টি যানবাহনকে মোটরজান আইনে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩টি লেগুনা, ৩টি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।পটিয়া (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার তারেকুর রহমান ও পটিয়া থানা ওসি রেজাউল করিম মজুমদার জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা ও সরকারের কঠোর লকডাউন মানতে সচেতনতা তৈরি করা হচ্ছে পুলিশের প্রধান কাজ। জরিমানা করা পুলিশের উদ্দেশ্য নই। পটিয়ায় জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে পুলিশ নিরলশ পরিশ্রম করে যাচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]