মোরশেদ আলম পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউপির কমল মুন্সির হাট এলাকায় চেকপোষ্ট বসিয়ে ৩০ লাখ টাকার ইয়াবাসহ ৬জন গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টায় এস আই হিরু বিকাশ দে নেতৃত্ব একদল পুলিশ কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পান বোঝাই মিনি ট্রাকে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেন। এসময় পান বোঝায় একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। এবং ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা বলে পুলিশ জানান। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর লেদা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের পুত্র মো: ইউনুছ (২৯), একই ইউনিয়নের আয়ুব আলী’র পুত্র আব্দুল আলীম প্রকাশ আমিন (২৮), মৃত আলী আকবরের পুত্র কবির আহমদ প্রকাশ কবির সও:, টেকনাফ সদর ইউপির ২নং ওয়ার্ড হাতিয়ার ঘোনা গ্রামের মৃত তাজুল আহমদের পুত্র আব্দুল জলিল (৫০), জাহালিয়া পাড়া গ্রামের মৃত নজির হোসাইনের পুত্র সাব্বির আহমদ (৬৪), সাবরাং ইউপির ১নং ওয়ার্ডের মুন্ডারডেইল গ্রামের ছৈয়দ আহমদের পুত্র হাসান আহমদ প্রকাশ হাসান সও:। এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম পটিয়া কমলমুন্সির হাট ঢাকাগামী একটি পান বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬জন পাচারকারীকে আটক করে। ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জড়িত বলে প্রাথমিক ভাবে স্বীকার করেন। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে প্রেরণ করলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।