রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
পটিয়ায় ৪’শ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ
মোরশেদ আলম,পটিয়া প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
চট্টগ্রামের পটিয়ায় ’৭৫-পরবর্তী ছাত্রলীগের বৃহত্তর পটিয়া শাখার উদ্যোগে ৪ শতাধিক পরিবারকে বস্ত্র বিতরণ করা হয়।শনিবার বিকেলে পটিয়া পৌরসদরের সুচক্রদন্ডী গ্রামে শেখ হাসিনার নির্দেশ ৭৫' পরর্বতী ছাত্রলীগ বৃহত্তর পটিয়া’র উদ্যোগে ৪ শতাধিক পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা আলী আকবর ছিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুউদ্দীন আহমদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান চৌধূরী, মুক্তিযোদ্ধা আ.জ.ম সাদেক, মুক্তিযোদ্ধা সমীরন খাস্তগীর, পটিয়া পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন, আওয়ামীলীগের নেতা মামুনুর রশিদ তরফদার, সোহেল ইমরান, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় দেশরত্ন পরিষদ কেন্দ্রীয় সভাপতি সাহাব উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদ সভাপতি শাহজাহান চৌধুরী, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, আজিজুল হক মানিক, সাইফুদ্দিন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, সাইফুল ইসলাম জুয়েল, বাদশা মিয়া প্রমূখ।এসময় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি বলেছেন, বঙ্গকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তাবায়নে ও পটিয়ার ইতিহাস-ঐতিহ্য ফিরে পেতে পটিয়ার উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। এই পটিয়ায় অনেক জ্ঞানী-গুণী মহাপুরুষের জন্ম। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া হয়েছে এই পটিয়া থেকেই। তাই এই পটিয়ায় জন্মগ্রহণ করে আমি নিজেকেই গর্বিত মনে করি। আমি ছোট থেকে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে গুরুত্বর্পূণ দায়িত্ব পালন করেছি এবং কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সম্পাদক হিসেবে যুবলীগকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজনীতি করতে গিয়ে কোনোদিন টাকার পেছনে দৌড়াইনি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতিতে কাজ করে যাচ্ছি। আজীবন রাজনীতিতে জনগণের সেবক হিসেবে কাজ করে যাব ইনশা আল্লাহ। আগামীতে পটিয়ার সাধারণ মানুষ আর অবেহেলিত থাকবে না। জনগণকে সাথে নিয়ে পটিয়ার উন্নয়নে কাজ করতে চাই এবং পটিয়াবাসী সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.