মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী জেলা প্রতিনিধি: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, সময় ভোর তার ৩:৩০ মিনিট
চট্টগ্রামে-কুয়াকাটা মহাসড়ক পটুয়াখালীর বসাক বাজা ধলু গাজীর মোড় সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস উল্টে পরে। এ দূরর্ঘটনায় পুরুষ / শিশু ও নারীসহ অনন্ত ২০ /২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) ভোর রাতে ৩:৩০টার দিকে এ সড়ক দূরর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোর রাতে ৩:১০টার দিকে পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নামিয়ে চলে জান রোহান পরিবহন নামের একটি বাস কুয়াকাটার দিকে যাচ্ছিল। বাসটি পটুয়াখালী বসাক বাজার ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে সামনের বাম চাকা খাদে পড়ে যাওয়ার কারণে বাসটি উল্টে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে জান।
পটুয়াখালী সদর থানার পুলিশ বাস টিকে জব্ধ করে নিয়ে জান , সড়ক দুরর্ঘটনায়। আহতদের উদ্ধার করে হাসপতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]