মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধি:১৫ মার্চ ২০২৩, সময় দুপুর ১:৫০ মিনিট এর দিকে কুয়াকাটা-ঢাকা মহাসড়কে পটুয়াখালী সাখারিয়া স্কুল মোড়ে একটি রোড এক্সিডেন্ট বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। বাস কুয়াকাটা থেকে পটুয়াখালী বাসস্ট্যান্ড এর দিকে আসার সময় ট্রাকটি জাচ্ছিলো পটুয়াখালী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে এর মধ্যে একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পুরুষ ও নারী বাসের যাত্রি আহত আনুমানিক ১৫ থেকে ১৭ জন আহত হয়েছে। আজ (১৫ মার্স ) বুধবার দুপুর ১:৫০ মিনিট এর দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আহত যাএি ও প্রত্যক্ষদর্ক্ষীরা জানায় আজ বুধবার দুপুর ১:১০ এর দিকে আমতলী চৌরাস্তা থেকে যাএি নিয়ে পটুয়াখালী বাসস্ট্যান্ড আসার পথে হানিফ পরিবহোন নামে একটি বাস সাখারিয়া স্কুল মোড়ে একটি ট্রাক মেসার্স খান ষ্টোর্স এর সাথে মুখোমুখি সংঘর্ষ ট্রাকটি পটুয়াখালী চৌরাস্তা থেকে আমতলী ও কলাপাড়ার উদ্দেশ্যে ১:২০ এর দিকে জাছিলো হঠাৎ করে হালকা বৃষ্টি হওয়ার কারণে রাস্তা ভিজে যায় মোড়ে এসে দুইটি গাড়ির ব্রেক ফেল হয় এই জন্য মুখোমুখি সংঘর্ষে যাএী বিহীন বাস রাস্তার এক পাশে পড়ে এবং তেলের ট্রাক এর চাকা ভেঙ্গে রাস্তার উপর পড়ে থাকে এ সময় স্থানীয়োদের সহয়োতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে জান। আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে অনেকেই গুরুতর অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, গাড়ির চালক ও হেল্পারসহ আহত সবাই হাসপাতালে ভর্তি রয়েছে। বাস ও ট্রাকটি আটক করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]