মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-পটুয়াখালীতে প্রশাসনের নাকের ডগায় আরারে চলছে রেনু পোনা ধরার মহোৎসব আনন্দ । পটুয়াখালী জেলার গলাচিপা, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া, মির্জাগঞ্জ, দশমিনার তেঁতুলিয়া, পায়রা, রামনাবাদ, আগুণমুখা ও বুড়াগৌরাঙ্গ নদীতে অবাধে বাগদা এবং গলদা চিংড়ির রেণু পোনা শিকারের মহোৎসব চলেছে।
তবে একদল অসাধু অপেশাদার জেলে ও ব্যক্তিরা নদী থেকে রেণু পোনা সংগ্রহ করে উপকূলীয় এলাকায় দোকান বসিয়ে অবাধে বিক্রি করেছে। তবে সরেজমিনে দেখা গেছে, এসব উপজেলার নদী বেষ্টিত চর এলাকাসহ নদী তীরবর্তী বিভিন্ন বাজারে রেণু পোনার জমজমাট ব্যবসা চলছে । নদীতে কোটি কোটি টাকার চিংড়ির সম্পদ থাকলেও তা রক্ষা করা সম্ভব হয় না। এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, জেলার বিভিন্ন উপজেলার নদী পথে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি।
এদিকে জেলেরা পালিয়ে পালিয়ে বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা শিকার করে। তবে নদীতে আমাদের অভিযান পরিচালনা চলমান আছে । লোকজন সচেতন না হলে রেণু পোনা শিকার সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব না বলে জানান যায় ।