পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ৪ জানুয়ারি ২০২১ সোমবার সকাল ১১টায় জেলাআওয়ামীলীগের কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানসিকদার ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের নেতৃত্বে একটি আনন্দর্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ করেন। পায়রা, বেলুন ওফেস্টুন উড়িয়ে র্যালি উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর। কয়েক হাজার ছাত্রলীগের নেতাকর্মীসহর্যালিতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপিআবদুল মান্নান এবং আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।