সাইফুল ইসলাম শাহীন, পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় প্রয়াত বাবার স্বরণে চারশ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন ডাক্তার ছেলে ও পুত্রবধূ।
বুধবার (৪ মে) কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের অনন্ত পাড়া হাফেজিয়া মাদ্রসা মাঠে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
উক্ত গ্রামের বাসিন্দা মৃত্যু মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে ডা. মোঃ আতিকুর রহমান ও ডা. ফারিয়া ফেরদৌস।
ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, পটুয়াখালী ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মহিবুর রহমান মহিব।
ক্যাম্পের দায়িত্বে ছিলেন ‘মানবতার ডাক’ নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।
পুরুষ ও নারী রোগীদের পৃথক ভাবে ব্যবস্থাপত্র প্রধান।
রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস চেক আপ,ডেন্টাল সেবা, রক্তচাপ নির্ণয়সহ বেস কয়েকটি ফ্রি চিকিৎসা প্রধান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মহিবুর রহমান বলেন,
এই প্রথম কলাপাড়া উপজেলায় একসঙ্গে দু’জন এমবিবিএস ডাক্তার ও ডেন্টাল চিকিৎসক নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
প্রত্যন্ত অঞ্চলে এমন ফ্রি চিকিৎসা পেয়ে খুশি সাধারণ মানুষ। যাদের অনেকেরই সামর্থ্য ছিলোনা চিকিৎসা করানোর মতো।
এই এলাকার জন্য আতিকুলের মতো সন্তানরা গর্বের।
‘মানবতার ডাক’ সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম জানান, ধুলাসার ইউনিয়নের পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়নের গরীব রোগীরা এই চিকিৎসা নিয়েছেন।
ডা. আতিকুর রহমান বলেন, আমি এই এলাকার সন্তান বাবা বেঁচে না থাকলেও বাবার বয়সের অনেক গরীব মানুষ আছে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।
তাই বাবার স্বরণে আজ এলাকায় এই আয়োজন করেছি, প্রতি বছরই এ আয়োজন করবো ইনশাআল্লাহ