এস এম সুজন মৃধা পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীঃ জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন ও জেলা তথ্য অফিসের আয়োজনে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান জানান, জেলায় ১৮২৭ টি কেন্দ্রে আড়াই লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ক্যাম্পেইনে ৪ হাজার ৬শ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী, এনজিও কর্মী, সিএইচসিপি, সুপারভাইজার এবং স্বেচ্ছাসেবক কাজ করবেন।
আগামীকাল সোমবার একযোগে দিনব্যাপী জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশুদের নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ বুপেন চন্দ্র মন্ডল, ড্রাগ সুপার মীর আঃ রাজ্জাকসহ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন আরও অনন্য সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]