মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে অগ্রনী ব্যাংকের একটি শাখার আংশিক সহ প্রায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর। বুধবার সন্ধ্যায় পৌর শহরের ৩ নং ওয়ার্ডের পূরান বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মী সহ মোট ৬ জন। পরে ফায়ার সার্ভিসের সাতটি টিম প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় শত কোটি টাকার ড়্গতি হয়েছে বলে দাবি ড়্গতিগ্রস'দের।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রনী ব্যাংক সংলগ্ন হারম্নন মুন্সীর তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিকায় ভূস্মিভূত হয় অগ্রনী ব্যাংকের পূরান বাজার শাখার আংশিক, ১ টি ৫ তলা ও ১ টি ৩ তলা ভবনের আংশিক এবং অর্ধশতাধিক দোকান ও বসত ঘর। এতে প্রায় শত কোটি টাকার ড়্গতি হয়েছে বলে দাবি স'ানীয়দের।
পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয় ফায়ার সার্ভিসের কর্মী রাসেদ খান, শাহাদত হোসেন, পুলিশ সদস্য গোলাম মসত্মফা, স'ানীয় জিহাদ, মাশরাফি ও আব্দুলস্নাহ। কিভাবে আগুন লেগেছে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারম্নক হোসাইন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি টিম ঘটনাস'লে উপসি'ত হয়। আমরা যেটা জানতে পেরেছি তেলের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আর পানি সংকটের কারনে আগুন দ্রম্নত ছড়িয়ে পড়েছে। পরে আমাদের সাতটি টিম নদী থেকে পানি এনে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে এনেছি। এখন ডাম্পিয়ের কাজ চলছে। তবে ঠিক কিভাগে আগুন লেগেছে সেটা এখনো বলা যাচ্ছেনা। ড়্গয়ড়্গতি নিরম্নপনে কাজ চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]