আবদুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার,দৈনিক শিরোমনিঃ পটুয়াখালী সদর উপজেলার ছোট-বিঘাই ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৎস্যজীবীদের ও ভিজিডি কার্ডের বরাদ্দকৃত ১৩ বস্তা চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদারের বিরুদ্ধে। সরেজমিন অনুসন্ধানে গিয়ে জানাগেছে, বৃহস্পতিবার ১৩’মে ২১ ইং তারিখ সকাল ১০ টার সময় ছোট বিঘাই ইউনিয়নের ভূতুম্মীয়া বাজার নামক স্থানে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছোটবিঘাই ইউনিয়নের মৎস্যজীবি ও ভিজিডি কার্ডের ৮৫২ বস্তা চাল আনা হলে, বিতরনের আগেই চাল বিক্রির অভিযোগ উঠে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে। খোজনিয়ে জানা যায়, চাল চোরের বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল শুরু হলে এলাকায় উওেজনা বিরাজ করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর ভুমি এসিল্যান্ড ঘটনাস্থলে পরিদর্শনে যান।সেখানে সকল ইউপি সদস্য,চেয়ারম্যান ও প্রশাসনের উপস্থিতিতে চালের বস্তার হিসাব অনুযায়ী ১৩ বস্তা চাল আত্মসাত এর প্রমান পাওয়া গিয়াছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সকল তথ্য প্রমান অনুযায়ী ১৩ বস্তা চালের হিসাব দিতে পারেনি ইউপি চেয়ারম্যান। তদন্ত সাপেক্ষে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। উক্ত ঘটনার ব্যপারে ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার এর মুঠোফোনে ফোন করে তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে স্থানীয় জনৈক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানায়, অভিযোগ সুত্রে ও সরেজমিন তদন্তে এব্যপারে একটি মামলা রুজু করা হয় যার মামলা নং ১৯/ ২০২১।