এস এম সুজন মৃধা পটুয়াখালী প্রতিনিধি ঃপটুয়াখালী পৌরসভার মেয়র মুহাম্মদ মহিউদ্দিন আহম্মেদের পৃষ্ঠপোষকতায় সুন্দর কর্ম সম্মুখে সোনালী দিন, মনন চর্চায় সুন্দর আগামী দিন, এ শ্লোগানে সহাস্রাধীক মেধাবী শিক্ষার্থ সম্মাননা প্রদান অনুষ্ঠিত গতকাল বুধবার ২৬ এপ্রিল সকালে শেখ রাসেল শিশু পার্ক এর সংলগ্নে মাঠে বিশাল প্যাল্ডেলে পৌর এলাকার সকল শিক্ষা পৃতিষ্ঠানের ২০২১-২০২২ সালের এস এসসি ও এইচএসসি মাদ্রাসার কারিগরি বোর্ডের সমান পরিক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ছাত্র ছাএিদে সম্মাননা এবং ইস্কুও কলেজ পর্যায় বির্তক প্রতিযোগিতা -২০২২ বিজয়ীদের পুরুষ্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলন।
মেয়র মহিউদ্দিন আহম্মেদ পৃষ্ঠপোষকতা ও সভাপতিত্বে এবং পৌরসভার সাবেক কাউন্সিলার ও কবি বিশিষ্ট লেখক খন্দকার ফরহাদ জামান বাদলের উপস্থাপনায় মেধাবী সম্মাননা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২২ বিজয়ীদের পুরুষ্কার বির্তরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রসাশক জনাব মু.শরীফুল ইসলামের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) মু. হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম পিপিএম বিপিএম,
জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বাপন ব্যানাজী, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ আরও বক্তব্য রাখেন সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, অভিভাবক এ্যাড আবুল কালাম আজাদ, মেধাবী শিক্ষার্থী নিসরাত জেনীন লাম,নাঈম খান,সাবিরা মারীয়াম,তাসনিম ফেরদৌস,ও আবির কুমার দাস।
এ অনুষ্ঠানে ২০২১-২০২২ সনে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৫১০ জন এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৩৭০ জনসহ মাদ্রাসায় ও কারিগরি বোর্ডে এসএসসি ও এইচএসসি সমমানে জিপিএ প্রাপ্ত এবং স্কুল কলেজ পর্যয় বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিন ও রানার্স আপ বিজয়ীদের হাতে ট্রফি,ক্রস্ট্,ব্যাগ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন প্রধান অতিথিসহ ও বিশেষ অতিথিরা।