রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
পত্নীতলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
মাহমুদুন্নবী,পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সড়ক দুর্ঘটনা রোধ এবং স্বাভাবিক মৃত্যু নিশ্চিতের দাবি ও সিয়াম হত্যার বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড নৌকা চত্বরে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিহত সিয়ামের বড় ভাই সজিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মোঃ আছির উদ্দিন, মাদক ও বাল্যবিবাহ মুক্ত পত্নীতলা উপজেলা গড়তে চাই এর সভাপতি সাংবাদিক মাহমুদুন্নবী, পত্নীতলা উপজেলা প্রেস ক্লাব, পত্নীতলা প্রেস ক্লাব, নজিপুর পরিবার, অদম্য, পউস এর সদস্যবৃন্দ সহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও যুব সমাজ। এ সময় বক্তারা বলেন, পত্নীতলার মহাসড়কে দুর্ঘটনার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এই সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, তাই আমরা নিরাপদ সড়ক চাই। আগামী সাত দিনের মধ্যে আমাদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলন দেওয়া হবে। দাবির মধ্যে আছে , সড়কের পাশে বাজার/বাসস্ট্যান্ড/শিল্পকারখানার অন্তর্গত অংশে যানবাহনের সর্বোচ্চ গতিনির্দেশক চিহ্ন ও বাস্তবায়ন, সবার সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পত্নীতলায় পুলিশের নজরদারি বৃদ্ধি, সড়ক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। এ ছাড়া দিনে মহাসড়কে সব বালুবাহী ট্রাক্টর (কাকরা), ডাম্প ট্রাক চলাচল বন্ধসহ সড়কে বিশৃঙ্খলতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারী পরিবহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে পত্নীতলা-ধামইরহাট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক্টর চাপায় শিক্ষার্থী সিয়াম হোসেন (১৯) নিহত হন। এ ঘটনা কেন্দ্র করে পত্নীতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় এলাকাবাসী সহ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.