রিফাত হোসেন ,পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সোমবার (৭ ফ্রেব্রুয়ারী) পত্নীতলা উপজেলার ৪ ইউপির মোট ৫ টি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এতে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা- ঘোষনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক নৌকা প্রতীকে ৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা পারভীন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৬২ ভোট পেয়েছেন। আকবরপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওবায়দুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে ৪ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ৪ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।পত্নীতলা ইউনিয়নে ওবায়দুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ৬ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ১৭০ ভোট পেয়েছেন। কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শ্যামল মহন্ত ৬ হাজার ১০৯ ভোট পেয়েছেন। উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি সারাদেশের ন্যায় পত্নীতলা উপজেলার মোট ১১ ইউনিয়নে ৫ ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশৃঙ্খলা ও নির্বাচনী সহিংসতার কারণে এর মধ্যে ৪ ইউপির মোট ৫ টি ভোটকেন্দ্রের ফলাফল তখন স্থগিত রাখে উপজেলা নির্বাচন কমিশন, পত্নীতলা। যার ফলে সেসকল ইউপিতে আজ পুনঃভোট অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বলেন সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
১৯ views