মাহমুদুন্নবী পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁ পত্নীতলায় প্রভারশালী পাটিচড়া ইউনিয়িনের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ও ইউ.পি সদস্য মো: ইউসুফ দ্বারাই হামলার শিকার হয়েছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বিডিসি ক্রাইম এর প্রতিনিধি মো: আলী মরতুজা নওসাদ।অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক আলী মরতুজা নওসাদ গত সোমবার ( ২৮ মার্চ ) আনুমানিক ১১,৩০ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন কাশিপুর বাধের নিচে আত্রাই নদীর বালুচরে অবৈধ ভাবে জমির মালিককে অবগত না করে ৩নং অভিযুক্ত পাটিচড়া ইউপি চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি, ১ নং অভিযুক্ত অত্র ইউপি সদস্য মো: ইউসুফ ও ২ নং অভিযুক্ত নাগরগোলা গ্রামের মুজিব উদ্দিন এর ছেলে মো: মোস্তফা জোর করে বালু ভরাট করতেছে। আমি আমার দায়িত্ব পালন করার জন্য মটোরসাইকেল যোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকল তথ্য সংগ্রহ করে বাসায় আসার পথে কাশিপুর মোড়ে চার মাথায় পেীঁছাইলে বিবাদীগণ হাতে লাঠি সোডা নিয়ে আমার পথ অবরোধ করে আমাকে আমার মটোরসাইকেল হতে পেনে হিচরে নামায়। তথ্য সংগ্রহ করার কারণ জানতে চাইলে আমি সাংবাদিক পরিচয় জানতে পাওয়ার পরেও ৩ নং বিবাদী পাটিচড়া ইউ.পি চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ক্ষিপ্ত হয়ে উঠে বলে তোর সাংবাদিকতার স্বাদ মিটায়ে দিচ্ছি। একপর্যায়ে ১ নং ও ২ নং বিবাদীকে হুকুম দিলে তারা আমাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। আমি মারপিট করতে নিষেধ করলে ১ নং বিবাদী চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি বলে , আজ তোকে প্রাণে মেরে ফেলবো বলে আমার বুকে স্বজোরে লাথি মেরে বুকের উপর উফিয়া এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি মারতে থাকে এমন অবস্থায় দুই নং বিবাদী আমার গলায় দুই হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে।এবিষয়ে অভিযোগকারী সাংবাদিক আলী মরতুজা নওসাদ বলেন, তারা অবৈধ ভাবে গরীব কৃষকের জমি দখল করে বালু ভরাট করবে ্আর সাংবাদিক হিসাবে তথ্য সংগ্রহ করাটাই আমার অপরাধ। আমি আইনের আশ্রয় নিয়েছে। আশা রাখছি আমি ন্যায় বিচার পাবো।এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শামছুল আলম শাহ্ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Notifications