ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ নগরির খানজাহান আলী থানাধীন পথেরবাজার পুলিশ চেকপোষ্টের পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পরিচয় দিয়ে সরকারি জমি দখল করে খুলনাা উন্নয়ন কতৃপক্ষের ( কেডিএ) অনুমতি ছাড়াই চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। দামোদার ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ আগষ্ট ফুলতলা উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) নির্দেশক্রমে উপজেলা সরকারি সার্ভেয়ার দ্বারা জমির পরিমাপ হয় , এসময় সেখানে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সার্ভেয়ার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উপস্থিতিতে সরকারি জমি মশিয়ালি মৌজার এস এ ১৪১৮ নং খতিয়ানের এসএ দাগনং ৫ ও ৬ নং দাগের পরিবর্তে আর এস ৪৭ নং দাগের মধ্যে ২৩ শতক জমি যার ভিপি ভিপি ইজারা কেস নং ২৩১ /১৯৬৮-৬৯ । উক্ত ২৩ শতক জমি আসলাম ভ’ইয়া দখল করে দির্ঘদিন ধরে হোটেল ব্যাবসা চালিয়ে আসছে , শুধু তাই নাই অবসারপ্রাপ্ত সেনা সদস্যের পরিচয়ে ফুলতলা উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) নির্দেশক্রমে উপজেলা সরকারি সার্ভেয়ার দ্বারা জমির পরিমাপ এর পর সরকারি ভিপি জমি নির্দিষ্ট হওয়ার পরও অদৃশ্য ইশারায় সেখানে গড়ে তুলছেন বহুতল ভবন নির্মানের কাজ । পার্শবর্তি একই মৌজার আর এস ৪৮ দাগের জমির মালিক মোঃ শাহাবুদ্দিন আলম এর নিজ নামিয় জমি দখলের চেষ্টা করে আসলাম ভুইয়া সেখানে বাধা সৃষ্টি করলে বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভিতি প্রদর্শন করে আসলাম ভুইয়া ও তার পুত্র জোবাইর হোসেন ভুইয়া ও সুজায়ের হোসেন ভুইয়া । এ ব্যাপারে খানজাহান আলী থানায় সাধারন ডায়েরি সহ একাধিক অভিযোগ রয়েছে । ফুলতলা উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) রুলী বিশ^াস উক্ত ভিপি জমিতে কোন প্রকার কাজ না করার নির্দেশনা প্রদান করলেও কোন কিছুর তোয়াক্কা না করে সে বহুতল ভবন নির্মানের কাজ চলছে । ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন ভবন নির্মান তো দুরের কথা সরকারি জমি কোনভাবেই কেউ দখল করে রাখতে পারবে না ,যদি কেউ অবৈধভাবে দখল করে নির্মানকাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]