ওমর ফারুক চাঁদপুর: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশের অন্যান্য জেলার ন্যায় চাঁদপুরেও উদ্বোধন অনুষ্ঠান কে সফল করতে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা করা হয়েছে।১৪ জুন মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেন, পদ্মা সেতু নির্মান আওয়ামিলীগ সরকারের একটি মাইল ফলক অর্জন। এ অর্জনের মধ্য দিয়ে আমরা উন্নত দেশ হিসেবে আরো এক ধাপ এগিয়ে যাবো।জেলা প্রশাসক কামরুল হাসান সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা মিজানুর রহমান, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ।সভায়, আগামী ২৫ জুন চাঁদপুর স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকরী কর্মকর্তা-কর্রামচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের এক লক্ষ লোক সমাগমের উপস্থিতিতে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অংশ নেওয়ার সিদ্ধান্ত স্থির করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]