এইচএম নবীন: বিশেষ প্রতিনিধি ঝালকাঠি ॥ স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালী হয়েছে।শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী র্যালীতে নেতৃত্ব দেন। র্যালীতে সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের প্রায় এক হাজার লোক অংশ নেয়।বিভিন্ন রকমের বাদ্য যন্ত্র, ফেস্টুন নিয়ে পদ্মা সেতুকে স্বাগত জানানো হয়।
জেলা প্রশাসন এই র্যালীর আয়োজন করে। এছাড়াও আলোচনা সভা , মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে দক্ষিনের এ জেলায়।